চট্টগ্রামে একই পরিবারের ৬ জন শনাক্ত

চট্টগ্রামের বিআইটিআইডিতে রোববার আরও ১০জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়ার একই পরিবারের ৬ জনসহ সাতজন রয়েছেন। অপর ৩ জন লক্ষ্মীপুর জেলার। 
চট্টগ্রামের অপরজন হচ্ছেন নগরের দামপাড়ার এক পুলিশ সদস্য। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে। এর বাইরে দুজন ভিন্ন জেলা থেকে করোনা পজিটিভ হয়ে এসে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন। 
সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার বিআইটিআইডিতে ১০১টি নমুনা পরীক্ষা শেষে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে ৬ জন সাতকানিয়ার একই পরিবারের সদস্য। 
এর আগে রোববার বিকেলে রাজবাড়ি থেকে আসা বিআইডব্লিওটিসির এক কর্মকর্তাকে পুলিশ মাদারবাড়ির বাসা থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন। তিনি রাজবাড়িতে নমুনা দিয়ে চট্টগ্রামের বাসায় চলে আসেন। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাদারবাড়ির একটি পাঁচতলা ভবন লকডাউন করা হয় বলে সিএমপির কোতোয়ালি জোনের সহকারি কমিশনার নোবেল চাকমা জানান।