খুলনায় আইসোলেশন ওয়ার্ডে থাকা শিশুর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে শ্বাসকষ্টজনিত কারণে তাঁর মৃত্যু হয়। ১৬ মাস বয়সী ওই শিশুর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ডায়রিয়ার কারণে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে শিশু ওয়ার্ড থেকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানেই সকাল সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, যেহেতু শিশুটির মধ্যে করোনার কিছু উপসর্গ ছিল তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ পরীক্ষার পর জানা যাবে শিশুটি করোনায় আক্রান্ত ছিল কিনা।