মসজিদে তারাবির নামাজে থাকতে পারবেন ১২ জন
করোনাভাইরাসের সংক্রমণের কারণে রমজান মাসে মুসুল্লিদের বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছে। তবে ১০ জন মুসুল্লি ও দুজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদগুলোতে তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে।
এ ছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের সমাবেশ করা যাবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনাসহ একটি সার্কুলার জারি করবে।
বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয় মসজিদে জুমা ও জামাতে নামাজ আদায় বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আগে জারি করা নির্দেশনা কার্যকর থাকবে।