খুলনা মেডিকেলে আরও ২ চিকিৎসক আক্রান্ত
খুলনা মেডিকেল কলেজের আরও দুই চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ আবদুল আহাদ।
গতকাল শনিবার সন্ধ্যায় ওই কলেজের এক চিকিৎসকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সামান্য গলাব্যথা থেকে কৌতুহলবশত করোনা পরীক্ষা করান তিনি। ১০ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ থেকে খুলনায় ফেরেন। তাঁর মাধ্যমেই অন্যরা সংক্রমিত হয়েছেন বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ওই কলেজের প্রায় ৫০ জন চিকিৎসকের করোনা পরীক্ষা করা হয়। এতে ওই দুজন চিকিৎসকের করোনা ধরা পড়ে। আজ সকালে অধ্যক্ষের কার্যালয়, উপাধ্যক্ষের কার্যালয়, টিচার্স লাউঞ্জসহ আরও কয়েকটি স্থান লকডাউন করা হয়। হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ওই কলেজের অধ্যক্ষ আবদুল আহাদ বলেন, বিকেলের আগের আক্রান্ত চিকিৎসককে করোনা হাসপাতালে (খুলনা ডায়াবেটিক হাসপাতাল) পাঠানো হয়েছে। অন্যদের গেস্ট হাউজেই রাখা হয়েছে। এখন নতুন আক্রান্ত ওই দুই চিকিৎসককে করোনা হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে। গেস্ট হাউজে থাকা অন্যদের খুলনা নগরের একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। কয়েক দিন পর আবার তাঁদের করোনা পরীক্ষা করা হবে।