নারায়ণগঞ্জের হটস্পটগুলোয় আজ থেকে নমুনা সংগ্রহে নামছে বিশেষ দল

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হটস্পটগুলো থেকে আরও বেশিসংখ্যক মানুষের নমুনা সংগ্রহ করবে ২৫ জনের বিশেষ দল। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ঢাকা থেকে যাওয়া নমুনা সংগ্রহকারী বিশেষ দলের মেডিকেল টেকনোলজিস্টরা (ল্যাব) আজ রোববার থেকে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের সদস্য, স্বজন ও ব্যক্তিদের নমুনা সংগ্রহ করবেন।

দলটি টানা ১০ দিন নারায়ণগঞ্জের হটস্পট সিটি ও সদর উপজেলা এলাকা থেকে নমুনা সংগ্রহ করবে।

এ বিষয়ে জেলা করোনাভাইরাস–বিষয়ক ফোকাল পারসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলার সিটি ও সদর উপজেলা এলাকায় করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের পরবর্তী নমুনা সংগ্রহ, তাঁদের পরিবার-আত্মীয় স্বজন ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা দ্রুত সংগ্রহ করার জন্য এই কর্মসূচি চলবে। এই কর্মসূচিটি টানা ১০ দিন চলবে। একই সঙ্গে দুটি স্কুলে আগ্রহী ব্যক্তিদের নমুন সংগ্রহ করা কর্মসূচি চলমান থাকবে।

একই তথ্য জানিয়েছেন জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা এবং ভাইরাসটি বিস্তারের কেন্দ্রস্থল হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এই পরিস্থিতিতে ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। 

গতকাল শনিবার পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ ২৪ জনের মৃত্যুর হয়েছে। আক্রান্ত হয়েছেন জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসকসহ ৩০১ জন। আক্রান্তের হার নারায়ণগঞ্জ সিটি ও সদর উপজেলা এলাকায় বেশি।