লকডাউন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড

ময়মনসিংহ
ময়মনসিংহ

তথ্য গোপন করে চিকিৎসা নিতে এসে ধরা পড়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানির পর গতকাল সোমবার রাতেই এই ওয়ার্ড লকডাউন ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে এক রোগী জ্বর ও পেটব্যথার সমস্যা নিয়ে এখানে ভর্তি হন। পরে গতকাল সন্ধ্যায় বিভিন্ন মাধ্যমে জানা যায়, এই রোগী করোনা পজিটিভ এবং শ্রীপুরে তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে। সেখান থেকে পালিয়ে তথ্য গোপন করে এখানে ভর্তি হন তিনি। পরে সবকিছু নিশ্চিত হওয়ার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয় এবং এই ওয়ার্ডের চিকিৎসকদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আক্রান্ত রোগীকে জরুরি ভিত্তিতে এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। ভর্তি থাকা অন্য ২৫ রোগীকে লকডাউনের আওতায় রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় মেডিসিন ও অন্যান্য বিভাগের চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান এই বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আসাদুজ্জামান।