ওএমএসে চাল বিক্রি স্থগিত

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি আপাতত স্থগিত করেছে খাদ্য মন্ত্রণালয়।

আজ সোমবার খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম প্রথম আলোকে বলেন, প্রথমে ঢাকা ও নারায়ণগঞ্জে এটি শুরু করে দেখা যায় প্রচুর ভিড় জমছে। পরে জেলা সদর ও পৌর এলাকাতেও ভিড় দেখা যায়। এতে করোনাভাইসার ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়। এ জন্য আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণের চাল দেওয়া অব্যাহত থাকবে।

আগে ওএমএসের চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হলেও করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষের কথা ভেবে ১০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছিল।