চট্টগ্রামে শিশুসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে এক শিশুসহ আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার রাতে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার।
আক্রান্ত ছয়জনই পুরুষ। ছয়জনের মধ্যে ৫২ বছর বয়সী একজন লক্ষ্মীপুরের বাসিন্দা। অন্যরা চট্টগ্রামের। তাঁদের একজন নগরের পুলিশ লাইনস এলাকার ৬৫ বছর বয়সী পুরুষ।
নতুন শনাক্তদের মধ্যে ছয় বছরের শিশুটির বাড়ি পটিয়ায়। এ ছাড়া দুজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তাঁদের বয়স যথাক্রমে ৩২ ও ১৭ বছর। এ ছাড়া সীতাকুণ্ডের ফৌজদারহাটের ৪৫ বছর বয়স্ক এক ব্যক্তি রয়েছেন।
হাসান শাহরিয়ার জানান, এখন কমিউনিটি সংক্রমণ চলছে। বাজার–সদাইয়ে প্রচুর ভিড় হচ্ছে। নতুন শনাক্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নতুন ছয়জনসহ বিআইটিআইডিতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৬। এর মধ্যে দুজন লক্ষ্মীপুরের। এর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার একজন মারা গেছেন।
এদিকে চট্টগ্রামে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগী দামপাড়ার ওই ব্যক্তির নতুন করে নমুনা আজ পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয়বারের মতো তার শরীরে করোনা পজিটিভ রয়েছে বলে জানান শাহরিয়ার।