চট্টগ্রামে আরও দুজন করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।
এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ জনে। চট্টগ্রাম বিআইটিইডিতে পরীক্ষা শেষে এই দুজনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাদের একজনের বাসা ফিরিঙ্গিবাজার এবং আরেকজনের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
হাসান শাহরিয়ার কবির জানান, নতুন করে শনাক্ত একজনের বয়স ৩৫ এবং অপরজনের ৫০ বছর। দুজনকে জেনারেল হাসপাতালে নেওয়া হবে।
এর আগে চট্টগ্রামে পরীক্ষায় আরও ৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস