রায়েরবাজারে খাদেম করোনায় আক্রান্ত, মসজিদ লকডাউন
রাজধানীর মোহাম্মাদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী জামে মসজিদের এক খাদেম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খাদেম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর পুলিশ মসজিদটি লকডাউন করে দিয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রৌশনুল হক। তিনি বলেন, রায়েরবাজার বুদ্ধিজীবী জামে মসজিদের এক খাদেম করোনাভাইরাসে আক্রান্ত, আজ বৃহস্পতিবার এই খবর পাওয়ার পর মসজিদটির ইমামসহ সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মসজিদের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই এলাকা লকডাউন করে ফেলা হয়েছে।
দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে । গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন মানুষ করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছে। মারা গেছে একজন। এ নিয়ে দেশে করোনায় শনাক্ত মোট মানুষের সংখ্যা হলো ৩৩০। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।