সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে তরুণের মৃত্যু, বাড়ি লকডাউন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শ্বাসকষ্ট ও সর্দি-জ্বরে তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার একটি গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই তরুণের বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মারা যাওয়া ওই তরুণের বয়স হয়েছিল ২৪ বছর। তিনি নরসিংদীতে একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকেই শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৬ মার্চ বাড়ি আসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তরুণের শ্বাসকষ্ট বেড়ে গেলে বিষয়টি জানাজানি হয়। এরপর গ্রামের লোকজন ওই বাড়িতে কিছু মাস্ক পাঠান এবং যাতায়াত বন্ধ করে দেন। রাত নয়টার দিকে তিনি মারা যান।
এ বিষয় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা বলেন, তরুণের মৃত্যুর খবর পেয়ে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে। আশপাশের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন জানান, যেহেতু ওই তরুণের করোনার উপসর্গ ছিল, তাই তাঁর নমুনা সংগ্রহ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসারে লাশ দাফন করা হবে।