মুঠোফোনে দন্ত রোগের চিকিৎসা
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্যদের মুঠোফোনে যোগাযোগ করে দন্ত রোগের চিকিৎসা নেওয়া যাবে। দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে যাঁরা বাসা থেকে বের হতে পারছেন না, তাঁদের সোসাইটির সদস্যরা মুঠোফোনে সেবা দেবেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সোসাইটির সদস্যরা মুঠোফোনে ভুক্তভোগীদের এমন চিকিৎসা দেবেন। তবে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে দন্ত রোগের চিকিৎসা চলছে।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল আজ রোববার প্রথম আলোকে বলেন, দেশের আপত্কালীন পরিস্থিতির কথা বিবেচনা করে ডেন্টাল সোসাইটি এই সিদ্ধান্ত নিয়েছে। সোসাইটি দেশের সব জেলা শাখাকে ভুক্তভোগীদের দন্ত চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী লোকজনকে মুখ ও দাঁতের চিকিৎসা পেতে ডেন্টাল সোসাইটির ৫৩ সদস্যের মুঠোফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগের জন্য ফোন নম্বর: ০১৭১১ ১৩৬৩৬২, ০১৭৪১ ৪৯০১৩৪, ০১৭১১ ৫৪০০৪৫, ০১৭১১ ৯৩৭৫৯০, ০১৭১১ ৮০০০৪৯, ০১৭১২ ৪৮৬৫৪৮ ০১৭১৫ ০৭৫৭৪০, ০১৭১৭ ২১১১০৫, ০১৮১৭ ৫৪১০০৫ ও ০১৮১৭ ০৯৪৩৩১।