প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন পরশু
করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী যে পরশু ভাষণ দেবেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, 'আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সবার প্রতি অনুরোধ— প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন। যখন যেটা বলতে হবে আর যখন যেটা করতে হবে, সেটা যথাসময়েই করা হবে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন।'
'শেখ হাসিনার সরকার সচেতন ও প্রস্তুত' উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যখন যে ব্যবস্থা নেওয়া দরকার, তখন সেটা নেওয়া হবে।'
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রয়োজনীয় সরঞ্জাম নেই বলে অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'নেই—এই কথাটা ঠিক নয়, ঘাটতি আছে। তবে সংগ্রহ করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সবকিছুর জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা আছে।'
বাংলাদেশে গতকাল রোববার পর্যন্ত ২৭ জনের করোনাভাইরাস শনাক্তের তথ্য জানিয়েছে সরকার। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন সুস্থ হয়েছেন।