করোনা মোকাবিলায় সার্কের তহবিলে বাংলাদেশ ১৫ লাখ ডলার দেবে

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সার্কের প্রস্তাবিত তহবিলে বাংলাদেশ ১৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাসসকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সার্ক দপ্তরকে এই তহবিল প্রদানের মৌখিক অনুমোদন দিয়েছেন।’

ভারত ইতিমধ্যেই এই তহবিলে ১ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে নেপাল ও আফগানিস্তান ১০ লাখ মিলিয়ন মার্কিন ডলার করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই তহবিলে মালদ্বীপ ২ লাখ মার্কিন ডলার আর ভুটান ১ লাখ মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনো কোনো অর্থ প্রদানের ঘোষণা দেয়নি।

মোমেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ক দপ্তর ও ভারত সরকারকে সার্কের স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ তহবিলে বাংলাদেশের ১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ মার্চ করোনাভাইরাস মোকাবিলার ওপর সার্ক নেতৃবৃন্দের ভিডিও সম্মেলনে এই প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় বিশেষ ভলান্টারি ফান্ড গঠনের প্রস্তাব দেন। ওই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ দেন যে এই অঞ্চলের জনগণের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সার্ক দপ্তর আঞ্চলিক সহযোগিতার সমন্বয় করতে পারে।

মোমেন বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী ভবিষ্যতে দক্ষিণ এশিয়া অঞ্চলে জনস্বাস্থ্যের জন্য হুমকি মোকাবিলায় একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছেন।