করোনায় নতুন আক্রান্ত নেই, সুস্থ হয়ে ১ জন বাড়ি ফিরেছেন
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আজ শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
রাজধানীর মহাখালীতে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আইইডিসিআর এ পর্যন্ত ১৮৭ জনের নমুনা পরীক্ষা করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ২৪ জনের পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।’
সেব্রিনা ফ্লোরা জানান, দেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন এবং আরেকজন হাসপাতালে রয়েছেন। কারণ তার পরিবারের কয়েকজন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণ রোধে বাসার মধ্যে পৃথক রাখার ব্যবস্থা) রাখা হয়েছে।
আক্রান্ত অপর ব্যক্তি সম্পর্কে ডা. ফ্লোরা বলেন, ‘তার পরীক্ষায় এখনো পজিটিভ ফলাফল পাওয়া গেছে।’
করোনাভাইরাসের লক্ষণ থাকলে চিকিৎসার জন্য সরাসরি আইইডিসিআরে না আসার অনুরোধ জানিয়েছেন সংস্থাটির পরিচালক।
চীন থেকে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৭৬৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭০ হাজার ৩৮৫ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।