টার্মিনালের বিশ্রামাগারে জুয়ার আসর, আটক ৫৫
বগুড়া শহরতলির ভবেরবাজার আন্তজেলা ট্রাক টার্মিনালের বিশ্রামাগারে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে জুয়াখেলার সরঞ্জামসহ নগদ আড়াই লাখ টাকা।
র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানির সদস্যদের সঙ্গে নিয়ে গতকাল বুধবার রাতে শহরতলির ভবেরবাজার এলাকায় ট্রাক টার্মিনালে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। পরে আটক ৫৫ জনের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ব্যক্তিদের বেশির ভাগই পরিবহনশ্রমিক বলে জানা গেছে।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক রওশন আলীর বলেন, গোয়েন্দা তথ্যে খবর পেয়ে গতকাল রাতে শহরতলির ভবেরবাজার এলাকায় ট্রাক টার্মিনালের বিশ্রামাগারে জুয়ার আসর বসানোর খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা হয় জুয়াখেলার সরঞ্জামসহ নগদ আড়াই লক্ষাধিক টাকা।
পরে রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।