ইতালিফেরত দুজন পর্যবেক্ষণে
করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব যখন আতঙ্কে, ঠিক সেই সময় ইতালি থেকে দেশে ফিরেছেন ঝিনাইদহের দুই ব্যক্তি। তাঁরা দীর্ঘদিন ইতালিতে ছিলেন। সোমবার সন্ধ্যায় তাঁরা বাড়িতে আসেন।
এই খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন সোমবারই দুজনের বাড়িতে যায় এবং তাঁদের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়। একই সঙ্গে দুজনকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, সোমবার সন্ধ্যায় তাঁরা খবর পান ইতালি থেকে ঝিনাইদহের দুই ব্যক্তি বাড়ি ফিরেছেন। এই খবর পেয়ে তাঁরা দুজনের বাড়িতে গিয়ে কথা বলেন। পরে তাঁদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকার জন্য বলা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১৪ দিন ওই দুজনের সার্বিক খোঁজখবর রাখা হবে। তবে তাঁদের নাম–পরিচয় প্রকাশ করা হবে না।