দেশে নতুন কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি: আইইডিসিআর
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।
রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের সংবাদ সম্মেলনে মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান।
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন—এ ঘোষণা দেওয়ার পর রোববার বিকেল পাঁচটা পর্যন্ত আমরা হটলাইন নম্বরে ৫০৯টি কল পেয়েছি। এর মধ্যে ৪৪৯টি করোনাভাইরাস–সম্পর্কিত ছিল।’ তিনি আরও বলেন, এখন পর্যন্ত চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাঁদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত তিন রোগী শনাক্ত হন গতকাল রোববার। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।