আন্তর্জাতিক আদালতের আদেশ দেখতে রোহিঙ্গা শিবিরে ফোরজি
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী নির্দেশনা দেখার সুযোগ দিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাময়িকভাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে অপারেটরগুলো সেখানে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা বা থ্রিজি ও ফোরজি চালু করে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খাঁন প্রথম আলোকে বলেন, আগামীকাল রাত ১২টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি চালু থাকবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা দেখার সুযোগ দিতে এ সেবা সাময়িক চালু করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে বিটিআরসির নির্দেশে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেয় অপারেটরগুলো। তখন নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপের কথা জানায় বিটিআরসি।