২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছে। মঙ্গলবার এই ধন্যবাদ প্রস্তাব আনেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তাঁর প্রস্তাব সমর্থন করেন সাংসদ আ স ম ফিরোজ।

৯ জানুয়ারি সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁর ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে সোমবার থেকে সংসদে আলোচনা শুরু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস শহীদ, হাবিবে মিল্লাত, জান্নাতুল বাকিয়া, সাইফুজ্জামান, জাকিয়া তাবাসসুম প্রমুখ আলোচনায় অংশ নেন।