সিগমা হুদা ও তাঁর দুই মেয়ের বিরুদ্ধে মামলা
প্রায় পৌনে সাত কোটি টাকা পাচার করার অভিযোগে আইনজীবী সিগমা হুদা ও তাঁর দুই মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ দুটি মামলা করেন।
সিগমা হুদাকে দুটি মামলায় আসামি করা হয়েছে। তাঁর মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে একটি করে মামলায় আসামি করা হয়। দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি মামলার এজাহারে বলা হয়, সিগমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা অবৈধভাবে ২ কোটি ৬৭ লাখ টাকার সমমানের ২ লাখ ৫০ হাজার পাউন্ড যুক্তরাজ্যে পাচার করেছেন। ওই টাকা দিয়ে যুক্তরাজ্যের সারে কাউন্টির ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন।
আরেক মামলার এজাহারে বলা হয়, সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদা ৪ কোটি ৬ লাখ টাকা সমমানের ৩ লাখ ৮০হাজার পাউন্ড যুক্তরাজ্যে পাচার করেছেন। ওই টাকা দিয়ে লন্ডনের বারউড প্লেসে ফ্ল্যাট কিনেছেন।