২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সওজের সাবেক এই প্রধানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে জানিয়েছেন, আজ মঙ্গলবার সংস্থাটির উপপরিচালক মো. নাসির উদ্দিন পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, জাওয়েদ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। গত ২৯ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন। দুদকের কাছে তথ্য আছে, স্থাবর–অস্থাবর সব সম্পদ নগদায়ন করে স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তাঁর এক ছেলে ও এক মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

চিঠির সঙ্গে জাওয়েদ আলম ও তাঁর স্ত্রীর পাসপোর্টের কপি সংযুক্ত করে তাঁদের বিদেশযাত্রা রহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।