দেখানো হতো জ্যান্ত মুরগি, বিক্রি হতো মরা
মাইকিং করে বাজারের খুচরা দামের চেয়ে কম দামে মুরগির মাংস বিক্রির ঘোষণা দেওয়া হতো। কম দামে মাংস বিক্রির কথা শুনে ক্রেতারাও আগ্রহ নিয়ে জড়ো হতেন। বিক্রিও হতো বেশ ভালো। কিন্তু মুরগির দাম নিয়ে স্থানীয় কিছু ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। এরপরই বেরিয়ে আসে আসল রহস্য। জীবিত মুরগি দেখানো হলেও ক্রেতাদের কাছে বিক্রি করা হতো মরা মুরগি।
সিলেটের শাহপরান পুরান বাজারে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালানো অভিযানে বিষয়টি সামনে আসে। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এ সময় শোয়েব ডিজিটাল পোলট্রি ফার্ম নামে এক প্রতিষ্ঠানের পরিচালক এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানে জব্দ ৬৬টি মরা মুরগি মাটিচাপা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের বিভিন্ন এলাকায় মুরগি মেলার নামে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে মুরগির মাংস বিক্রি করতেন শোয়েব ডিজিটাল পোলট্রি ফার্মের ব্যবসায়ী এনামুল হক। বাজারদরের চেয়ে কম মূল্যে মাংস বিক্রি করা নিয়ে স্থানীয় লোকজন এবং অন্য ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায়ে বিষয়টি সিলেট শাহপরান থানা–পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহপরান পুরান বাজারের শোয়েব ডিজিটাল পোলট্রি ফার্মে যায় পুলিশ। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ফার্মে জীবিত মুরগির পাশাপাশি অনেক মরা মুরগিও রাখা হতো। মেলায় ক্রেতাদের সামনেই মুরগি জবাই করা হলেও কৌশলে মরা মুরগি দেওয়া হতো ক্রেতাদের। অভিযানে ফার্ম থেকে ৬৬টি মরা মুরগি জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে প্রমাণ পাওয়া যায়, কম দামের লোভ দেখিয়ে মরা মুরগির মাংস বিক্রি করত ওই প্রতিষ্ঠানটি। এ ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করলে প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি কঠিন দণ্ড দেওয়া হবে।’