২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শীতে বিদ্যুৎ নিতে পারে নেপাল ও ভুটান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শীতকালে নেপাল ও ভুটান বাংলাদেশ থেকে বিদ্যুৎ নিতে পারে। কারণ, ওই সময় বাংলাদেশের চাহিদা কম থাকে। অন্যদিকে নেপাল ও ভুটানে চাহিদা বেশি থাকে।

গতকাল বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘পাওয়ার সামিট-২০১৯’-এ মূল প্রবন্ধে নসরুল হামিদ এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ভারত থেকে বাংলাদেশ ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। নেপাল ও ভুটান থেকেও বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে ইচ্ছুক। নেপালের কারনেলি হাইড্রো পাওয়ার প্রকল্প থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি প্রায় চূড়ান্ত হয়েছে। আবার শীতের সময় নেপাল, ভুটান বাংলাদেশ থেকে বিদ্যুৎ নিতে পারে।

নসরুল হামিদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভূ-রাজনৈতিক অবস্থার সমন্বিত উন্নয়নে বিদ্যুৎ-বাণিজ্য তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। এ অঞ্চলে বিদ্যুৎ বিনিময় দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করবে। সুষম উন্নয়নে প্রযুক্তি ও অভিজ্ঞতাও বিনিময় করা যেতে পারে। বিজ্ঞপ্তি