রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটি নির্মাণে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ওই জমির মালিক এস এম এইচ আই ফারুকসহ তিনজন জামিন পেয়েছেন। তাঁদের জামিন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর ফলে তাদের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী এ এম আমিন উদ্দিন। অপর দুইজন হলেন, রাজউকের সাবেক কর্মকর্তা মো. আওরঙ্গজেব সিদ্দিকী ও মো. শওকত আলী।
ওই মামলায় নিম্ন আদালতের তিনজনকে দেওয়া জামিনের বিরুদ্ধে দুদক হাইকোর্টে পৃথক আবেদন করেন। এর শুনানি নিয়ে গত ৫ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাদের জামিন স্থগিত করেন, সাত দিনের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে ও পাসপোর্ট জমা রাখতে নির্দেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে তারা আপিল বিভাগে পৃথক আবেদন করেন, যার ওপর আজ শুনানি হয়।
এর আগে গতকাল রোববার ওই মামলায় জমি মালিক ও রাজউকের সাবেক দুই কর্মকর্তা বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহরিয়া কবির। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
আপিল বিভাগ তিনজনকে জামিন দিয়েছেন জানিয়ে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, তবে পাসপোর্ট জমা রাখার আদেশ বহাল রয়েছে। হাইকোর্টে দ্রুত রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
গত ২৮ মার্চ এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। আরও অনেকে আহত হন। হতাহতের ঘটনায় পুলিশ মামলা করে। এ ছাড়া ওই টাওয়ার নির্মাণে বিধি ভঙ্গের অভিযোগে গত ২৫ জুন পৃথক মামলা করে দুদক।