২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ছবিতে 'আর্কিটেকচার ইন ময়মনসিং'

রাজধানী ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ভবনগুলোর স্থাপত্যশৈলী নিয়ে প্রদর্শনী চলছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকলা বিভাগের শিক্ষক নন্দিনী আউয়াল এবং তাঁর সঙ্গে একই বিভাগের দুই সহকর্মী মেহনাজ তাবাসসুম ও তাসনুভা সারওয়াত হাফিজের এই যৌথ প্রযোজনার নাম ‘আর্কিটেকচার ইন ময়মনসিং’। ১১ নভেম্বর থেকে শুরু এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ রোববার। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের ১৫টি ভবনের ওপর কাজ করেছেন তাঁরা। এই ১৫টি ভবনের ছবি এঁকেছেন নন্দিনী আউয়াল। প্রদর্শনীস্থল ঘুরে ছবি তুলেছেন শেখ সাবিহা আলম
১ / ৭
ময়মনসিংহের আচার্য চৌধুরী জমিদার বংশের সদস্যরা
ময়মনসিংহের আচার্য চৌধুরী জমিদার বংশের সদস্যরা
২ / ৭
মুক্তাগাছা জমিদারবাড়ি
মুক্তাগাছা জমিদারবাড়ি
৩ / ৭
শশী লজ
শশী লজ
৪ / ৭
শশী লজের নির্মাণ উপকরণ আনা হয়েছিল ইতালি থেকে
শশী লজের নির্মাণ উপকরণ আনা হয়েছিল ইতালি থেকে
৫ / ৭
ভবনের নকশা
ভবনের নকশা
৬ / ৭
প্রদর্শনীস্থল ঘুরে দেখছেন দর্শনার্থীরা
প্রদর্শনীস্থল ঘুরে দেখছেন দর্শনার্থীরা
৭ / ৭
প্রদর্শনীতে স্থান পাওয়া ভবনের ছবি এঁকেছেন নন্দিনী আউয়াল
প্রদর্শনীতে স্থান পাওয়া ভবনের ছবি এঁকেছেন নন্দিনী আউয়াল