ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি: সাবেক রাজস্ব কর্মকর্তার কারাদণ্ড
জালিয়াতির মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার মামলায় সাবেক রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামানকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি মনিরুজ্জামান আদালতে হাজির ছিলেন না। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুদকের আইনজীবী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামানের বাবার নাম আবদুস সামাদ। তিনি মুক্তিযোদ্ধা নন। অথচ বাবার নামে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চাকরিতে যোগ দেন মনিরুজ্জামান।
জালিয়াতির অভিযোগে মনিরুজ্জামানের বিরুদ্ধে ২০১৫ সালে মামলা করে দুদক। পরের বছর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
ভুয়া সনদে চাকরি নেওয়ার বিষয়ে ২০১৪ সালের ২৩ মে প্রথম আলো’য় ‘ভুয়া সনদে দুই ভাইয়ের চাকরি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের তেবারিয়া গ্রামের কৃষক আবদুস সামাদ মুক্তিযোদ্ধা নন৷ তাঁর দুই ছেলে মো. মইনুল ইসলাম ও মো. মনিরুজ্জামান ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন মইনুল যশোরের বেনাপোল কাস্টমস হাউসে সহকারী কমিশনার পদে ও তাঁর ছোট ভাই মনিরুজ্জামান জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরি নেন।
দুদকের পিপি রেজাউল করিম বলেন, মনিরুজ্জামানের ভাই মইনুলের বিরুদ্ধেও মামলা হয়েছে। মামলাটি ঢাকার অন্য আদালতে বিচারাধীন।