মুলা আসছে

>

একসময় মুলা ছিল শীতের সবজি। এখন জনপ্রিয় এই সবজির দেখা মেলে সারা বছরই। তবে শীত মৌসুমে বাজারে মুলার আগমনটা হয় সাড়ম্বরে। শীতের আগ দিয়ে সে আয়োজনই চলছে। বগুড়া সদর উপজেলায় করতোয়া নদীর তীরবর্তী তেলিহারা গ্রামের কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।

ধুয়েমুছে চকচকে করে বিক্রির উপযোগী করে রাখা মুলা
ধুয়েমুছে চকচকে করে বিক্রির উপযোগী করে রাখা মুলা
মুলা ধুয়ে নিয়ে ঝুড়িতে তোলা হচ্ছে
মুলা ধুয়ে নিয়ে ঝুড়িতে তোলা হচ্ছে
করতোয়া পানিতে ধুমসে চলছে মুলা ধুয়ে নেওয়ার কাজ
করতোয়া পানিতে ধুমসে চলছে মুলা ধুয়ে নেওয়ার কাজ
মাটি পরিষ্কার করা হচ্ছে
মাটি পরিষ্কার করা হচ্ছে
পরিষ্কার করা মুলা আলাদা করে রাখা হচ্ছে
পরিষ্কার করা মুলা আলাদা করে রাখা হচ্ছে
বাজারে নেওয়ার জন্য প্রস্তুত খাঁচিভর্তি মুলা
বাজারে নেওয়ার জন্য প্রস্তুত খাঁচিভর্তি মুলা
মাটি পরিষ্কারের পর মুলা আলাদা করা হচ্ছে
মাটি পরিষ্কারের পর মুলা আলাদা করা হচ্ছে
বাজারে যেতে প্রস্তুত মুলা
বাজারে যেতে প্রস্তুত মুলা
ভ্যানে করে মহাস্থান হাটে মুলা নিয়ে যাচ্ছেন কৃষকেরা
ভ্যানে করে মহাস্থান হাটে মুলা নিয়ে যাচ্ছেন কৃষকেরা