৪৫ গণমাধ্যমকর্মী পেলেন মীনা মিডিয়া পুরস্কার
মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের ১৫ তম আসরে শিশুদের বিষয়ে অসামান্য কাজের জন্য ৪৫ জন গণমাধ্যমকর্মীকে পুরস্কৃত করা হয়েছে।
দেশজুড়ে শিশুদের অধিকার এবং শিশুদের কল্যাণের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়ে আরও ভালো ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরিতে অনুপ্রেরণা দেওয়ার জন্যই ইউনিসেফ বাংলাদেশ এই পুরস্কার চালু করে।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ২০১৯ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ভিজুয়াল মিডিয়ার জন্য ১৪টি ক্যাটাগরিতে দেওয়া হয় এই পুরস্কার।
অনুষ্ঠানে ইউনিসেফের শুভেচ্ছাদূত জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, ক্রিকেটতারকা সাকিব আল হাসান, ইউনিসেফ বাংলাদেশের শিশু অধিকার-বিষয়ক প্রচারণা কার্যক্রমের অংশীদার ওয়ারফেইজ ব্যান্ডের প্রতিনিধি শেখ মনিরুল আলম এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তোমো হোজুমি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গণমাধ্যমকে ‘সমাজের চোখ ও কান’ হিসেবে উল্লেখ করে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তোমো হোজুমি আরও বলেন, ‘আমি আশা করি, আজ এখানে উপস্থিত গণমাধ্যমকর্মীসহ সব গণমাধ্যমকর্মী শিশুদের জন্য ক্ষতিকর বিষয়গুলো নিয়ে নিয়মিত, তথ্যবহুল ও বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যাতে এই বিষয়গুলো চিহ্নিত করে এগুলো সমাধানে সমাজ যথাযথ পদক্ষেপ নিতে পারে।’
এবার দ্বিতীয়বারের মতো মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন শিশুসাহিত্যিক ও কলামিস্ট নিশাত সুলতানা। তিনি সৃজনশীল প্রিন্ট ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে (১৮ বছরের ঊর্ধ্বে) প্রথম পুরস্কার লাভ করেন। পঙ্খিরাজ প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর শিশুতোষ গল্পের বই ‘সবার বন্ধু পিকু’-এর জন্য পুরস্কারটি জিতে নেয় তিনি। নিশাত সুলতানা ২০১৮ সালেও সৃজনশীল প্রিন্ট ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন।