২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পূজায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা

>সিলেটে আলোয় ঝলমল করছে রাতের পূজামণ্ডপগুলো। সারা দেশের মতো সিলেট নগর জুড়ে দুর্গোৎসব চলছে। দুর্গাপূজা উপলক্ষে নগরের কাজলশাহ, মণিপুরি রাজবাড়ি, লামাবাজার, দাড়িয়াপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ লাগোয়া সড়ক সাজানো হয়েছে রঙিন আলোয়। বাহারি আলোয় ঝলমল করছে প্রতিটি এলাকার মণ্ডপ। নগরের কাজলশাহ এলাকায় পুকুরে দৃষ্টিনন্দন ভাসমান পূজামণ্ডপ তৈরি করেছে আয়োজকেরা। নানান রঙে সাজানো মণ্ডপগুলোয় রাত-বিরাতে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা।
আলোয় ঝলমল করছে রাতের পূজামণ্ডপগুলো
আলোয় ঝলমল করছে রাতের পূজামণ্ডপগুলো
নানা কারুকাজ স্থান পেয়েছে মণ্ডপে
নানা কারুকাজ স্থান পেয়েছে মণ্ডপে
রঙিন মণ্ডপের সামনে ছবি তুলে নিচ্ছেন কয়েকজন
রঙিন মণ্ডপের সামনে ছবি তুলে নিচ্ছেন কয়েকজন
লামাবাজার সড়কে আলোকসজ্জা
লামাবাজার সড়কে আলোকসজ্জা
মণিপুরি রাজবাড়ির মণ্ডপে ঠাঁই পেয়েছে প্রাকৃতিক পরিবেশ
মণিপুরি রাজবাড়ির মণ্ডপে ঠাঁই পেয়েছে প্রাকৃতিক পরিবেশ
দাড়িয়াপাড়ার সড়কের প্রবেশমুখ থেকে পুরো মহল্লা সাজানো হয়েছে এমন রঙিন বাতির আলোয়
দাড়িয়াপাড়ার সড়কের প্রবেশমুখ থেকে পুরো মহল্লা সাজানো হয়েছে এমন রঙিন বাতির আলোয়
গাছের পাতার আবহে সাজানো প্রবেশপথ
গাছের পাতার আবহে সাজানো প্রবেশপথ
রাতে দাড়িয়াপাড়ার একটি মণ্ডপের সামনে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়
রাতে দাড়িয়াপাড়ার একটি মণ্ডপের সামনে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়