সিলেটে বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে বগিটি উদ্ধার করা হয়।
রেলস্টেশনের প্ল্যাটফর্মের ভেতরেই বগি লাইনচ্যুত হওয়ায় এ সময় অন্য ট্রেনগুলো সচল ছিল। এর আগে ৪ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরের কাছে জালালাবাদ এক্সপ্রেসের মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
মাইজগাঁও রেলস্টেশন সূত্রে জানা গেছে, জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। এর পরপরই একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
মাইজগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, চার ঘণ্টার চেষ্টায় বগিটি উদ্ধার করার পর বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে রওনা করে।