রাজধানীতে মাতমের মিছিল
আকাশে-বাতাসে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি। আজকের দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এই দিনে ধর্মযুদ্ধে কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)। তাঁর পরিবারের সদস্যরাও ইয়াজিদের সৈন্যদের হাত থেকে রেহাই পাননি। সেই দিনটির স্মরণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশে বের হয় তাজিয়া মিছিল। আজ মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় আশুরার শোক মিছিল। মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী লোকজন শোক প্রকাশ করেন। ছবিগুলো আজিমপুরের।