এন্ড্রু কিশোরের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
সংগীতশিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবনে এই শিল্পীর হাতে প্রধানমন্ত্রী চেকটি তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ–প্রেসসচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য জানান। আশরাফুল আলম বলেন, রোববার সন্ধ্যায় শিল্পী এন্ড্রু কিশোর তাঁর স্ত্রীসহ গণভবনে আসেন। প্রধানমন্ত্রী শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
দেশের চলচ্চিত্রের গানে একটা বড় অধ্যায়জুড়ে এন্ড্রু কিশোরের নাম লেখা। তাঁর সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে আছে—‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’ প্রভৃতি।
চলচ্চিত্রের গান গেয়ে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এন্ড্রু কিশোর। ১৯৭৭ সালে আলম খানের সুরে মেইল ট্রেন সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মধ্য দিয়ে এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়।