ডেঙ্গুতে শুধু ঢাকা মেডিকেলেই ৯ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এ নিয়ে ঢামেক হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মানুষের সংখ্যা নয় হলো।
মারা যাওয়া রোগীর নাম মোহাম্মদ লিটন (২৭)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার আবদুল মজিদের ছেলে। ঢাকার ওয়ারীতে থাকতেন। ২৭ জুলাই ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে আজ সকাল সোয়া ১০টায় তাঁর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ লিটন মারা গেছেন। এ নিয়ে মৃত মানুষের সংখ্যা নয় হলো। গতকাল সোমবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৯৩ জন ভর্তি রয়েছেন।