প্রিয়া সাহার বক্তব্যে রাষ্ট্রদ্রোহ দেখছেন না আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার দেওয়া বক্তব্য রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে, এটা বোধ হয় ঠিক না। তবুও স্বাধীন বিচার বিভাগে বিচারকেরা যেটা মনে করবেন সেটাই করবেন।
রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৩৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রিয়া সাহা যেসব তথ্য দিয়েছেন, তা সবৈব মিথ্যা। তাঁর কোনো ব্যক্তিগত ইচ্ছা চরিতার্থ করার জন্য এসব বলেছেন। এ বিষয়ে কোনো গোষ্ঠী বা অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে।’
আইনমন্ত্রী বলেন, প্রিয়া সাহাকে এত গুরুত্ব না দিয়ে শুধু সত্যটাকে তুলে ধরে বাকিটুকু তাকে এড়িয়ে যাওয়াই (ইগনোর) ভালো হয়।
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার বিষয়ে আইনমন্ত্রী জানান, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকার আইনজীবী পাওয়ার অধিকার আছে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তৃতা করেন।