সোনালি আঁশের দিন

>

মাগুরা জেলায় এ বছর ৩২ হাজার ৫৫৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কৃষকেরা বলছেন, বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। এ সপ্তাহ থেকে পুরোদমে পাট কাটা শুরু হয়েছে। পাটগাছ কাটা ও পাটের সোনালি আঁশ আহরণের কিছু ছবি এখানে দেওয়া হলো।

জমিতে পাটগাছ
জমিতে পাটগাছ
কিছু জমির পাট কাটা শুরু হয়েছে
কিছু জমির পাট কাটা শুরু হয়েছে
খেত থেকে কেটে পাট জাগ (পচানো) দেওয়ার জন্য নেওয়া হচ্ছে
খেত থেকে কেটে পাট জাগ (পচানো) দেওয়ার জন্য নেওয়া হচ্ছে
পানিতে দেওয়া হচ্ছে পাট
পানিতে দেওয়া হচ্ছে পাট
জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি পাটকাঠি বিক্রিও হয়, তাই এটিও সযত্নে শুকানো হয়
জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি পাটকাঠি বিক্রিও হয়, তাই এটিও সযত্নে শুকানো হয়
প্রক্রিয়াজাত করা হচ্ছে পাট
প্রক্রিয়াজাত করা হচ্ছে পাট
আঁশ ও পাটকাঠি যত্নসহকারে ছড়ানো হচ্ছে
আঁশ ও পাটকাঠি যত্নসহকারে ছড়ানো হচ্ছে
শেষবারের মতো ধোয়া হচ্ছে পাট
শেষবারের মতো ধোয়া হচ্ছে পাট
শুকানো হচ্ছে পাট
শুকানো হচ্ছে পাট