নতুন ঠিকানায় আইন ও সালিশ কেন্দ্র
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঠিকানা পরিবর্তন হয়েছে। আসকের বর্তমান কার্যালয়ের ঠিকানা ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা-১২০৭। আজ সোমবার আসকের এক বিজ্ঞপ্তিতে এই ঠিকানা পরিবর্তনের কথা জানানো হয়।
আসকের নতুন কার্যালয়ের ফোন নম্বর +৮৮ ০২ ৮১০০১৯২, ৮১০০১৯৫, ৮১০০১৮৭ এবং ফ্যাক্স নম্বর +৮৮ ০২ ৮১০০১৮৭। এ ছাড়া যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার চাইতে জরুরিভাবে যোগাযোগ করা যাবে এ নম্বরে ০১৭২৪৪১৫৬৭৭।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংগঠন। ১৯৮৬ সাল থেকে মানবাধিকার ও গণতন্ত্র চর্চার অগ্রগতি সাধনে নিরন্তর কাজ করে যাচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে সামাজিক ন্যায় বিচার, মৌলিক মানবাধিকার ও সাম্যের ভিত্তিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এই সংগঠনের উদ্দেশ্য। আসক নিপীড়িত জনগোষ্ঠীকে আইনি সাহায্য দেয়। আইন ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং আইনের সংস্কার সাধন ও বাস্তবায়নে যথাসাধ্য ভূমিকা রাখা এই সংগঠনের অন্যতম লক্ষ্য।