বৈশাখে কুমিল্লার খাদি
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি বস্ত্রবিতানগুলোয় ভিড় করছেন খাদিপ্রেমীরা। প্রতিবছরের এ সময় খাদি কাপড়ের বেশ চাহিদা বেড়ে যায়। কাপড়ে নতুন নতুন নকশা করতে ব্যস্ত কারিগরেরা। দেশের নানা স্থানে এর বেশ কদর রয়েছে। কুমিল্লার বিভিন্ন অঞ্চলে খাদি কাপড়ে বিভিন্ন নকশা তৈরির কারখানাগুলোর বেশি দেখা মেলে।
১ / ৭

২ / ৭

৩ / ৭

৪ / ৭

৫ / ৭

৬ / ৭

৭ / ৭
