নন-এমপিও শিক্ষকদের কর্মসূচি স্থগিত

নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান। ফাইল ছবি
নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসের পর এমপিওভুক্তির দাবিতে চলা অবস্থান কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছেন নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

আজ রোববার বিকেলে দীপু মনি জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রীর সঙ্গে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের বৈঠকের ব্যবস্থা করবেন।

এমপিওর দাবিতে গত তিন দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষক-কর্মচারীরা। আজ বিকেলে সেখানে উপস্থিত হন শিক্ষামন্ত্রী দীপু মনি।

দীপু মনি দাবি মেনে নেওয়ার জন্য দেড় মাসের মতো সময় চান।

গত বছরও একই দাবিতে নন এমপিও শিক্ষকেরা আন্দোলন করেন।