ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তাকে তাড়া
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে তাড়া করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। আজ সোমবার দুপুরে শিক্ষার্থী ও প্রার্থীরা রোকেয়া হলের সামনে থেকে তাঁকে তাড়া করতে করতে একেবারে কলাভবনের সামনে অপরাজেয় বাংলা পর্যন্ত নিয়ে আসেন।
রোকেয়া হলে ডাকসু নির্বাচনের ভোট স্থগিত হওয়ার পর সেখানে যান এস এম মাহফুজুর রহমান। তখন রোকেয়া হলের সামনেই আগে থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া কয়েকজন প্রার্থী ও সমর্থক অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। তাঁদের সঙ্গে রোকেয়া হলের বেশ কিছু ছাত্রীও যোগ দেন। ওই সময়ই এস এম মাহফুজুর রহমান রোকেয়া হলের সামনে দিয়ে যাচ্ছিলেন। নির্বাচন বর্জনকারী প্রার্থী ও সমর্থকেরা উপাচার্যের বাসভবনের সামনে যাচ্ছিলেন। তখন অধ্যাপক মাহফুজুর রহমানকে তাড়া করেন প্রার্থী ও সমর্থকেরা। এ ঘটনার পর তাঁকে সেখান থেকে অন্য সহকর্মীরা রেজিস্টার ভবনে নিয়ে যান।
আরও পড়ুন: