জাম্বুরার ফুল

>

জাম্বুরা ভিটামিনসমৃদ্ধ ফল।এই ফলের ফুলটিও অনেক আকর্ষণীয়। ফলের পুষ্টিমান ভালো। ছবিতে দেখে নিই জাম্বুরা ফুল। ছবি তুলেছেন এমদাদুল হক। 

জাম্বুরাগাছে এসেছে ফুল।
জাম্বুরাগাছে এসেছে ফুল।
জাম্বুরা বা বাতাবি লেবু টক-মিষ্টি ফল। এর ইংরেজি নাম Pomelo (pummelo বা pommelo) এবং বৈজ্ঞানিক নাম ‘citrus maxima’ বা ‘citrus grandis’।
জাম্বুরা বা বাতাবি লেবু টক-মিষ্টি ফল। এর ইংরেজি নাম Pomelo (pummelo বা pommelo) এবং বৈজ্ঞানিক নাম ‘citrus maxima’ বা ‘citrus grandis’।
কাঁচা জাম্বুরার বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপি রঙের। এর খোসা বেশ পুরু এবং খোসার ভেতর দিকটা নরম ।
কাঁচা জাম্বুরার বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপি রঙের। এর খোসা বেশ পুরু এবং খোসার ভেতর দিকটা নরম ।
লেবুজাতীয় ফলের মধ্যে এটাই সবচেয়ে বড়।
লেবুজাতীয় ফলের মধ্যে এটাই সবচেয়ে বড়।
নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
জাম্বুরা ফুলের পরে আসবে ফল।
জাম্বুরা ফুলের পরে আসবে ফল।