অবিলম্বে সব ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্র ফেডারেশন
মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে অবিলম্বে ডাকসুসহ দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন চায় গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে মানসম্মত করতে একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চায় সংগঠনটি।
ছাত্র ফেডারেশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে মানসম্মত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন সংগঠনের নেতারা।
সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘ ২৮ বছর ধরে ছাত্র সংসদগুলো অকার্যকর। পরিবারতন্ত্র কায়েম করার জন্যই এগুলো বন্ধ রাখা হয়েছিল। অথচ সংসদের ফি দিয়েই শিক্ষার্থীদের ভর্তি হতে হচ্ছে। ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নির্বাচন সাম্প্রতিক পাতানো নির্বাচনের মতো হলে আমরা সেটি প্রতিরোধ করব। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের আমরা রুখে দেব। সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন চাই।’
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘দরিদ্রদের সন্তানেরা মাদ্রাসায়, মধ্যবিত্তরা সাধারণ স্কুল-কলেজ আর উচ্চবিত্তদের সন্তানেরা এখন পড়ছেন ইংরেজি মাধ্যমে। এই বৈষম্যকে জিইয়ে রেখে বিশ্ববিদ্যালয় তার গণতান্ত্রিক চরিত্র অর্জন করতে পারবে না। ডাকসু নির্বাচনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সব বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই।’
সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সৈকত আরিফ ও সম্পাদক অনুপম রায় রূপক, কেন্দ্রীয় সদস্য আহমেদ নবীন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসে মিছিল বের হয়।