বনবন ঘুরছে লাটিম
>গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা লাটিম ঘোরানো। ছোটরা একসময় লাটিম খেলায় মেতে নাওয়া-খাওয়া ভুলে যেত। বিনোদনের রকমারি আয়োজনে এই ঐতিহ্য এখন হারাতে বসেছে। তবে এখনো কোনো কোনো গ্রামীণ এলাকায় শিশু-কিশোর মেতে ওঠে এ খেলায়।
প্রথম আলোর বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের ফটোসাংবাদিক সোয়েল রানার আলোকচিত্রে ধরা পড়া এমন কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প: