বিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসককে অভিযোগ
রাঙামাটির একটি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও একই বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছিল।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক প্রায়ই ওই ছাত্রীকে কোনো কারণ ছাড়া বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষে ডেকে নিয়ে বসিয়ে রেখে অশালীন ও আপত্তিকর কথা বলেন। এতে অনেক সময় ওই ছাত্রীর পক্ষে ক্লাস করা সম্ভব হয় না। সম্প্রতি বিদ্যালয়ের একটি কক্ষে ডেকে নিয়ে ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করেন অভিযুক্ত শিক্ষক। এ সময় আরেক শিক্ষক কক্ষটিতে এলে ওই ছাত্রীকে যেতে দেওয়া হয়। এ ছাড়া অভিযুক্ত শিক্ষক তাঁর কাছে প্রাইভেট পড়ার জন্য প্রায়ই ওই ছাত্রীর কাছে খুদে বার্তা পাঠান। এসব ঘটনার বিষয়ে গত ৮ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ভুক্তভোগী ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দেন। এরপর অভিযুক্ত শিক্ষককে মৌখিকভাবে সতর্ক করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বলেন, যৌন হয়রানির অভিযোগ সত্য নয়। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে ডেকেও তিনি অভিযোগ শুনেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।