চট্টগ্রামে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

খুন হওয়া অটোরিকশা চালক মো. বেলালছবি সংগৃহীত।

চট্টগ্রাম নগরে একজন অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম মোহাম্মদ বেলাল (৩০)। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের খুলশী থানার ঝাউতলা কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বেলাল মিজান নামের এক আওয়ামী লীগ নেতার অনুসারী। আর মিজান খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরনের সমর্থক হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরের টাইগার পাস এলাকা থেকে খুলশী ঝাউতলা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এটি নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ বাবুল ও মিজান। দুজনেই হিরনের অনুসারী। অটোরিকশা চলাচল নিয়ে দুজনের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরেই বেলালকে হত্যা করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজীদ বোস্তামি) মোহাম্মদ বেলায়েত হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে মিজানের সঙ্গে বাবুলের কথা–কাটাকাটি হয়। এই ঘটনার জেরে ঝাউতলা কাঁচাবাজার এলাকায় মিজানকে খুঁজতে আসে বাবুল ও তাঁর লোকজন। তাঁকে না পেয়ে তাঁর অনুসারী হিসেবে পরিচিত অটোরিকশাচালক বেলালকে চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা বেলায়েত হোসেন আরও বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের গ্রেপ্তার করা গেলে খুনের প্রকৃত কারণ স্পষ্ট হবে।