অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন উপদেষ্টা
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। সরকারি একটি সূত্র জানিয়েছে, আজ রোববার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হতে পারে।
তবে কতজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন, সেটা ওই সূত্র নিশ্চিত করতে পারেনি। শুধু বলেছে, একাধিক উপদেষ্টা আজ শপথ নিতে পারেন। এদিকে উপদেষ্টাদের শপথের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১।