জাতির উদ্দেশে আজ সকাল ১০টায় ভাষণ দেবেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসফাইল ছবি: বাসস

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেছেন, ড. ইউনূস আজ সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বাসস জানায়, ড. ইউনূসের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার করা হবে।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।’