আইনজীবী মহসিন রশিদ ও সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

হাইকোর্ট ভবনফাইল ছবি

আদালত অবমাননার অভিযোগে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ৪ জুলাই শুনানির জন্য ধার্য করা হয়েছে। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. শাহিনুর ইসলাম এ দিন নির্ধারণ করেন।

ওই দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আবেদনটি আজ চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল।

পরে তাপস কান্তি বল প্রথম আলোকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে চৌধুরী মঈনুদ্দীনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইংল্যান্ড ও ওয়েলসের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দীন এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার মামলায় সম্প্রতি রায় দেওয়া হয়। মঈনুদ্দীনের মানহানির মামলাটি চলবে বলে রায়ে এসেছে। এ নিয়ে সাংবাদিক কনক সারোয়ার ২১ জুন অনলাইনে টকশো করেন, যেখানে অতিথি ছিলেন আইনজীবী মহসিন রশিদ। টকশোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। যে কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আগামী ৪ জুলাই শুনানির জন্য ধার্য করেছেন।’