বিয়ের অনুষ্ঠানে আর যাওয়া হলো না রাকিবের

রাকিব উদ্দিনছবি: সংগৃহীত

চার বন্ধু মিলে যাচ্ছিলেন বান্ধবীর বিয়েতে। তবে বিয়েবাড়িতে আর পৌঁছানো হলো না তাঁদের। পথেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একজনের প্রাণ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম রাকিব উদ্দিন (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের হাজারিখীল এলাকার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরিফ উদ্দিন (২১) নামের মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি রাকিবের চাচাতো ভাই।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা ও নিহত তরুণের পরিবারের সদস্যরা জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে সাতকানিয়া থেকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে তাঁদের এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন। নয়াপাড়া এলাকায় পেছন থেকে একটি যাত্রীবাহী মিনিবাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। তবে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান উদ্দিন বলেন, রাত পৌনে ১০টার দিকে দুই তরুণকে হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তরুণের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।