ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বাংলাদেশ জাসদের অভিনন্দন

বাংলাদেশ জাসদছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাসদ। আজ শুক্রবার বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির এক বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

দলটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জুলাই-আগস্টের ছাত্র গণ-অভ্যুত্থানে সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয় বাংলাদেশ জাসদের বৈঠকে। এ ছাড়া সদ্য প্রয়াত প্রকৌশলী শেখ শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকার পরিচালিত হত্যাকাণ্ড ও বর্বরতার বিচার করার মাধ্যমে জনমনে সৃষ্ট গভীর ক্ষোভ ও ক্ষত নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সারা দেশে সৃষ্ট সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যাকাণ্ড, ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের ওপর হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ ধরনের বিশৃঙ্খলার ঘটনা অর্জিত বিজয়কে বিপদাপন্ন করবে বলে তারা মনে করে।

দেশে দ্রুত শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ।

বাংলাদেশ জাসদ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার হত্যা-নির্যাতনের বিচার, শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করবে। সেই সঙ্গে অর্থনৈতিক অরাজকতা ও দেশকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নবগঠিত সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা ও ব্যাংক লুটেরা-ঋণখেলাপিদের বিচার করতে হবে।

একটি অর্থবহ নির্বাচনের জন্য নির্বাচনব্যবস্থার সংস্কার করতে সরকার দ্রুত কাজে হাত দেবে বলে বাংলাদেশ জাসদ মনে করে।

বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া। সভাপতির বাসভবনে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, এ টি এম মহব্বত আলী, হেমায়েতুল্লাহ, মঞ্জুর আহমেদ, আনোয়ারুল ইসলাম, বাদল খান, নাসিরুল হক প্রমুখ।